১০০ টি ব্যবসার আইডিয়া দেখুন
যারা ব্যবসা করে নিজেদের স্বাবলম্বী করতে চান, কিন্তু বর্তমানে এত ব্যবসার ভিড়ে আপনার জন্য কোন ব্যবসাটি লাভজনক হবে সেটা নির্ধারণ করতে পারছেন না। কোন চিন্তা নেই! এই লেখাটিতে আমরা ১০০ টি ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করেছি।
আশাকরি এই ১০০ টি ব্যবসার আইডিয়া এর মধ্যে আপনার পছন্দের ব্যবসা পেয়ে যাবেন। সাধারণত একটি ব্যবসা শুরু করার আগে, এই বিষয় নিয়ে অনলাইনে রিসার্চ করা অনেক জরুরী। ব্যবসা সম্পর্কে রিসার্চ করলে আপনারা অনেক নতুন নতুন আইডিয়া পাবেন।
লাভজনক ১০০ টি ব্যবসার আইডিয়া
বর্তমানে বাংলাদেশের অনেক যুবকরা ব্যবসা করে নিজেদের স্বাবলম্বী করার চেষ্টা করছে। কেননা বাংলাদেশের চাকরির বাজারে একটি ভালো চাকরি পাওয়া সোনার হরিণ হাতে পাওয়ার মত অবস্থা। তাই সকলে ব্যবসার পথ বেছে নিচ্ছে।
কিন্তু ব্যবসা করার সিদ্ধান্ত নেয়ার পরে, সব থেকে বড় সিদ্ধান্তহীনতায় ভুগতে হয় কি ব্যবসা করব এটা নিয়ে। সমস্যা নেই, এই লেখাটিতে বর্তমানের সবথেকে লাভজনক ১০০টি ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
কৃষিভিত্তিক ব্যবসা আইডিয়া
কৃষিভিত্তিক ব্যবসা আইডিয়াগুলো হলোঃ
- সবজি উৎপাদন ও বাজারে বিক্রি।
- গরু মোটাতাজাকরণ ব্যবসা।
- দুধ উৎপাদন ব্যবসা।
- ব্রয়লার মুরগির ফার্ম ব্যবসা।
- মাছের খাদ্য তৈরি ব্যবসা।
- মাছ ও হাঁসের সম্মিলিত চাষ।
- মাছের ঘের তৈরি ও মাছ উৎপাদন।
- ফুল চাষ ও ফুলের ব্যবসা করা।
- কোয়েল পাখি পালন ব্যবসা।
- কবুতর পালন ও কবুতরের বাচ্চা উৎপাদন ব্যবসা।
- হাঁস মুরগির খামার তৈরি ও ডিম উৎপাদন।
- মৌমাছি চাষ করা।
- মাশরুম চাষ করা।
- ধান, গম ও ভুট্টা উৎপাদন।
খাবার ভিত্তিক ব্যবসার আইডিয়া
খাবারভিত্তিক ব্যবসার আইডিয়াগুলো হলোঃ
- রেস্টুরেন্ট তৈরির ব্যবসা।
- ক্যাটারিং ব্যবসা করা।
- বেকারির ব্যবসা।
- খাবার ডেলিভারি করার ব্যবসা।
- ফাস্টফুডের দোকানের ব্যবসা।
- ফুচকা ও চটপটির ব্যবসা।
- পান ও চায়ের ব্যবসা।
- ভেলপুরি ও ঝাল মুড়ির দোকান তৈরি।
- ফুড কার্ট বা খাবারের গাড়ি বিজনেস।
- ভাতের হোটেল তৈরি ব্যবসা।
- আইসক্রিম পার্লারের ব্যবসা।
- বিরিয়ানি তৈরির ব্যবসা।
- খাবার রান্না করার সার্ভিস ব্যবসা।
- কফি শপের ব্যবসা।
টেকনোলজি রিলেটেড ব্যবসা আইডিয়া
টেকনোলজি রিলেটেড ব্যবসার আইডিয়াগুলো হলোঃ
- মোবাইল কম্পিউটার বিক্রি ও সার্ভিসিং।
- সাইবার ক্যাফ নির্মাণ ব্যবসা।
- সার্ভিসিং এর দোকান তৈরি।
- কম্পিউটার ও মোবাইলের পার্টস বিক্রি।
- অন্যান্য সকল গেজেট বিক্রি করা।
- পুরাতন ও নতুন ইলেকট্রনিক্স মালামাল বিক্রি।
- সফটওয়্যার তৈরির ব্যবসা।
- কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার তৈরি।
হস্তশিল্পের ব্যবসা আইডিয়া
হস্তশিল্পের ব্যবসার আইডিয়াগুলো হলোঃ
- নকশী কাঁথা ও জামদানি শাড়ি তৈরি।
- মাটি দিয়ে বাচ্চাদের খেলনা তৈরি।
- মাটি দিয়ে বিভিন্ন ধরনের শোপিস তৈরি করা।
- কাঠ ও বাঁশ দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি।
- কাঠ ও বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের খেলনা তৈরি।
- ক্রাফট তৈরির ব্যবসা।
- ফুল দিয়ে বিভিন্ন অলংকার তৈরি।
- কাগজ ও কাপড় দিয়ে বিভিন্ন ধরনের ফুল ও শোপিস তৈরি।
- মাটির গহনা তৈরির ব্যবসা।
- বাজারের ব্যাগ তৈরির ব্যবসা।
পাইকারি ও উৎপাদন মুখী ব্যবসার আইডিয়া
পাইকারি ও উৎপাদনমুখী ব্যবসার আইডিয়াগুলো হলোঃ
- বেল্ট উৎপাদন কারখানা তৈরি।
- পোশাক তৈরির কারখানা।
- লেপ তোষকের দোকান তৈরি ব্যবসা।
- ঔষধের দোকান অথবা ফার্মেসি তৈরি।
- মা ও শিশুর ব্যবহার্য সামগ্রী বিক্রির ব্যবসা।
- বিউটি পার্লারের ব্যবসা আইডিয়া।
- ফলের জুস তৈরির দোকান।
- সেলুনের ব্যবসা আইডিয়া।
- জিম অথবা ব্যায়ামাগার স্থাপন ব্যবসা।
- মুদির দোকানের ব্যবসা।
- লন্ড্রি ব্যবসা।
- গিফট শপ অথবা গিফট আইটেম বিক্রির দোকান।
- খেলাধুলা সামগ্রী বিক্রির দোকান।
- ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা আইডিয়া।
- টি-শার্ট উৎপাদন অথবা বিক্রির ব্যবসা।
অনলাইন ভিত্তিক ব্যবসার আইডিয়া সমূহ
অনলাইন ভিত্তিক ব্যবসার আইডিয়াগুলো হলোঃ
- অনলাইনে ই-কমার্স ব্যবসা করা।
- ইউটিউবে কনটেন্ট তৈরি করে ইনকাম।
- অনলাইনে ব্লগ লিখে ইনকাম।
- বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি।
- ওয়েবসাইট তৈরির ব্যবসা।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট (AI) টুলস তৈরি।
- অনলাইনে কোর্স তৈরি করে ইনকাম।
- আর্টিকেল লিখে ইনকাম।
- বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সার্ভিস ব্যবসা।
- ডিজিটাল মার্কেটিং করা।
- অনলাইনে ইংরেজি শিখিয়ে ইনকাম।
- অনলাইনে ফ্রিল্যান্সিং এর কোর্স বিক্রি করা।
- ভিডিও এডিটিং অথবা ফটো এডিটিং সার্ভিস প্রদান ব্যবসা।
- অনলাইনে ফ্রিল্যান্সিং করা।
ডেকোরেটর রিলেটেড ব্যবসা আইডিয়া
ডেকোরেটর রিলেটেড ব্যবসার আইডিয়াগুলো হলোঃ
- বিয়ের জামাকাপড় ভাড়া দেয়া।
- ডেকোরেটরের ব্যবসা।
- বিভিন্ন ধরনের লাইটিং অথবা বক্স ভাড়া দেয়া।
- বাসা বাড়ি ও দোকান ভাড়া দেওয়া।
অন্যান্য সকল লাভজনক ব্যবসা আইডিয়া
অন্যান্য সকল ব্যবসার আইডিয়াগুলো হলোঃ
- কাপড়ের দোকান তৈরি।
- গজ কাপড়ের ব্যবসা।
- লুঙ্গি ও গামছা বিক্রির দোকান তৈরি।
- রিয়েল এস্টেট ব্যবসা করা।
- এক্সপোর্ট ও ইম্পোর্ট এর ব্যবসা।
- হোম ডেলিভারি ব্যবসা করা।
- কসমেটিক্স এর দোকান তৈরির ব্যবসা।
- চশমার দোকান তৈরির ব্যবসা।
- পশু পাখির খাবার ও ইকুইপমেন্ট বিক্রির ব্যবসা।
- ফার্নিচারের দোকান তৈরি।
- পুরাতন বইয়ের দোকান তৈরি।
- লাইব্রারি এবং সাথে কফি শপ এর ব্যবসা।
- মোবাইল ব্যাংকিং ও মোবাইল রিচার্জ এর ব্যবসা।
- ইন্সুরেন্স এজেন্ট ব্যবসা।
- শেয়ার মার্কেটের ব্যবসা।
- কাঠের ব্যবসা করা।
- জুতা তৈরির ব্যবসা।
- কাপড়ের দোকানের ব্যবসা।
- মুদি দোকানের ব্যবসা।
- রুটি পরোটা বিক্রির হোটেল।
- সিরামিক জাতীয় পণ্য বিক্রির দোকান তৈরি।
প্রিয় পাঠকবৃন্দ আশা করি লাভজনক ১০০ টি ব্যবসার আইডিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বর্তমান সময়ে এই ব্যবসা গুলো অনেক জনপ্রিয়। এবং ইতিমধ্যে বাংলাদেশের অনেক যুবকরা এই ব্যবসা গুলোর মাধ্যমে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলেছে।
ব্যবসায় সফল হওয়ার সহজ উপায়
ব্যবসায় সফল হওয়ার জন্য আমাদের মধ্যে কিছু গুণাবলী বিদ্যমান থাকতে হবে। যেমন একটি ব্যবসা শুরু করার আগে ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হবে এবং নিরাপদ তাহাবিল তৈরি করতে হবে। ব্যবসায়ের জন্য সঠিক স্থান ও গ্রাহক নির্বাচন করতে হবে।
গ্রাহকদের বিশ্বাস অর্জন করার জন্য একটি ব্রান্ড তৈরি করতে হবে, এবং নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। সত্যবাদী ও দক্ষ কর্মচারী নিয়োগ করুন। ব্যবসায় সফল হওয়ার জন্য উদ্যোক্তাকে অবশ্যই সৃজনশীল, ঝুঁকি নেওয়ার ক্ষমতাপূর্ণ, অধ্যবসায়, সত্যবাদী, নেতৃত্ব প্রদানের যোগ্যতা, অভিযোজনযোগ্যতা পূর্ণ হতে হবে।
এছাড়াও ব্যবসায় সফল হওয়ার আরো অনেক সিক্রেট টিপস আছে। আমাদের এই ওয়েবসাইটে ব্যবসায় সফল হওয়ার পদ্ধতি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল আছে, আপনি চাইলে এটি দেখে আসতে পারেন।
গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ ব্যবসায় কিভাবে উন্নতি করা যায় জানুন।
FAQs
বর্তমানে সব থেকে লাভজনক ব্যবসা আইডিয়াগুলো হলো অনলাইনে ই-কমার্স ব্যবসা, মেয়েদের বিউটি পার্লারের ব্যবসা এবং শেয়ার মার্কেটের ব্যবসা।
ব্যবসা করে লাভবান হতে হলে প্রথমে আপনাকে পারিশ্রমিক, দক্ষ ও সত্যবাদী হতে হবে। এবং আপনার মধ্যে ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও নেতৃত্ব প্রদানের ক্ষমতা থাকতে হবে।