Business idea

২ লাখ টাকায় ব্যবসা করার আইডিয়া

অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেকে স্বাবলম্বী করতে অবশ্যই আপনাকে উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে হবে। যেকোনো ধরনের ব্যবসা শুরু করার পূর্বে মূলধন প্রয়োজন। এই লেখাটিতে আমরা ২ লাখ টাকায় ব্যবসা আইডিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

২ লক্ষ টাকা মূলধন দিয়ে একটি ভালো ব্যবসা শুরু করতে পারবেন, যেই ব্যবসার মাধ্যমে আপনি প্রতিমাসে ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। চলুন জেনে নেই ২ লাখ টাকায় ব্যবসা আইডিয়াগুলো সম্পর্কে।

২ লাখ টাকায় ব্যবসা

অনেকের কাছে ২ লক্ষ টাকা মূলধন কম মনে হতে পারে। কিন্তু আপনি এই মূলধন দিয়ে সুন্দর একটি ব্যবসা শুরু করতে পারবেন। এবং ওই ব্যবসাটি যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে প্রতি মাসে অনায়াসে ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা ইনকাম করতে পারবেন।

বর্তমান সময়ের ব্যবসা মার্কেট অনুযায়ী এবং বিভিন্ন সাফল্য ব্যবসায়ীদের সাথে পরামর্শ করে এই বিজনেস আইডিয়া গুলো বাছাই করা হয়েছে এবং আপনাদের মাঝে উল্লেখ করা হয়েছে। আশা করি এর মধ্য থেকে আপনার পছন্দের ব্যবসা আইডিয়াটি খুঁজে পাবেন।

১.কসমেটিক্স পন্যের ব্যবসা

এই লিস্টের প্রথমে রেখেছি কসমেটিক্স পণ্যের ব্যবসা। বর্তমান সময়ে মেয়েদের সবথেকে পছন্দের কাজ হল মেকআপ করা। মেকআপ করার পাশাপাশি নিজেদের আরও আকর্ষণীয় করতে অনেক ধরনের কসমেটিক্স পণ্যের প্রয়োজন হয়।

সম্পর্কিত গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ ৩০ হাজার টাকায় ব্যবসা।

বর্তমান বাজারে কসমেটিক্স পণ্যের চাহিদা অনেক। স্কুল-কলেজের সামনে অথবা বাজারের কোন লোকালয়ে একটি ছোট কসমেটিক্স এর দোকান দিয়ে প্রতিমাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। দোকান ভাড়া, মালামাল উঠানোর খরচ, ডেকোরেশন সহ প্রাথমিক পর্যায়ে ২ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে।

চকবাজার, নিউমার্কেট, ক্যানিং স্ট্রিট পাইকারি কসমেটিক্স বাজার, কলকাতা কসমেটিক্স পাইকারি বাজার, রিয়াজউদ্দিন বাজার ও চট্টগ্রাম কসমেটিক্স বাজার থেকে অল্প দামে কসমেটিক্সের সকল মালামাল গুলো ক্রয় করতে পারবেন।

২.পোশাকের স্টক বা লট ব্যবসা

আপনার কাছে ২ লক্ষ টাকা মূলধন থাকলে, আপনি একটি পোশাকের স্টক বা লটের ব্যবসা শুরু করতে পারেন। অন্যান্য সকল ব্যবসার থেকে স্টক বা লটের ব্যবসায় লাভ অনেক বেশি।

সাধারণত লটের ব্যবসার কাজ হল মনে করেন আপনি গরমের সিজনের শুরুতে পূর্বের সিজনের শীতের পোশাক গুলো গার্মেন্টস অথবা মার্কেট থেকে অল্প দামে ক্রয় করে স্টক করে রাখলেন, আবার পরবর্তী শীতের সিজনে এই পোশাকগুলো বেশি দামে বিক্রয় করতে পারবেন।

এভাবে করে আপনি বিভিন্ন সিজনের পোশাক ও অন্যান্য পোশাকগুলো ক্রয় করে স্টক করে রাখতে পারেন। এবং মার্কেটের চাহিদা অনুযায়ী পোশাকগুলো বেশি দামে বিক্রয় করবেন। এই ব্যবসা করার জন্য আপনাকে মার্কেট সম্পর্কে ধারণা রাখতে হবে এবং গ্রাহকদের চাহিদা সম্পর্কে ধারণা রাখতে হবে।

৩.কোম্পানির ডিস্ট্রিবিউশন নিয়ে ব্যবসা

কোম্পানির ডিস্ট্রিবিউশন ব্যবসার অন্য নাম হলো ডিলারশিপ ব্যবসা। আমরা কমবেশি ডিলারশিপ ব্যবসার সাথে পরিচিত আছে। বিভিন্ন কোম্পানি থেকে নির্দিষ্ট টাকা দিয়ে সেই অনুযায়ী পণ্য নিয়ে নিজেদের জেলা বা এলাকার মধ্যে সাপ্লাই দিতে হয়। এতে ওই কোম্পানির থেকে আপনাকে ৮-১৫% কমিশন দেয়া হবে।

বর্তমানে বাংলাদেশ ও ইন্ডিয়ায় অনেক নতুন নতুন কোম্পানির যাত্রা শুরু হচ্ছে। আপনার কাছে ২ লক্ষ টাকা মূলধন থাকলে, নূতন যেকোন কোম্পানির থেকে ডিলারশিপ নিতে পারবেন। এবং নতুন কোম্পানিগুলো আপনাকে ভালো পরিমাণে (%) কমিশন প্রদান করবে।

কয়েকটি ডিলারশীপ ব্যবসার আইডিয়াঃ

  • কসমেটিক্সের ডিলারশিপ
  • চিপস ও চানাচুরের ডিলারশিপ
  • কাগজ ও স্টেশনারী পণ্যের ডিলারশিপ
  • গাড়ি ও গাড়ির পার্টসের ডিলারশিপ
  • বইয়ের ডিলারশিপ
  • তেলের ডিলারশিপ
  • ইলেকট্রনিক্স মালামালের ডিলারশিপ
  • কৃষি পণ্যের ডিলারশিপ
  • সফট ড্রিংকস ও মিনারেল ওয়াটারের ডিলারশিপ
  • গুড়া মসলা ও রান্না সামগ্রির ডিলারশিপ
  • বিস্কুট ও টোস্টের ডিলারশিপ, ইত্যাদি

৪.ইলেকট্রনিক্স মালামালের ব্যবসা

প্রাথমিক পর্যায়ে আপনি ২ লক্ষ টাকা দিয়ে একটি ইলেকট্রনিক্স মালামালের ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসা শুরুর প্রথমে একটি লোকালয় পূর্ণ জায়গা নির্বাচন করতে হবে, এরপরে ওই স্থানে একটি দোকান ভাড়া নিতে হবে। তারপরে সুন্দরভাবে দোকানটির ডেকোরেশন করে, পাইকারি দামে ইলেকট্রনিক্স মালামাল গুলো ক্রয় করে এনে বিক্রয় করতে পারবেন।

ইলেকট্রনিক্স পণ্যগুলোতে অ্যাভারেজে ১০-২০% লাভ থাকে। এই পণ্যগুলো আপনারা ঢাকা গুলিস্তান, চকবাজার ও খুলনা নিউমার্কেট এবং চট্টগ্রাম বড় মার্কেট থেকে ক্রয় করতে পারবেন। ইলেকট্রনিক্স মালামালের ব্যবসা করে আপনি প্রতিমাসে ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা অনায়েসে ইনকাম করতে পারবেন।

৫.ঔষধ ফার্মেসির ব্যবসা

ঔষধ একটি অতিপ্রয়োজনীয় জিনিস। তাই এর চাহিদা কখনোই কমবে না। আপনার কাছে ২ লক্ষ টাকা মূলধন থাকলে প্রাথমিক পর্যায়ে একটি ঔষধ ফার্মেসির ব্যবসা শুরু করতে পারেন। ঔষধ ফার্মেসির ব্যবসায় প্রচুর পরিমাণে টাকা লাভ করা যায়।

তবে এই ব্যবসা করার জন্য আপনার একটি ট্রেড লাইসেন্স, পল্লী চিকিৎসকের সার্টিফিকেট ও ড্রাগ লাইসেন্স প্রয়োজন হবে। অন্যথায় আপনার দোকানটি অবৈধ ঘোষণা হয়ে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে।

বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানে ফার্মেসি ব্যবসার জন্য কোর্স করানো হয়। এই সকল প্রতিষ্ঠান থেকে কোর্সের শেষে পল্লী চিকিৎসকের সার্টিফিকেট প্রদান করা হয়। আপনি ৬ মাস থেকে সর্বোচ্চ ৪ বছর মেয়াদী ফার্মেসি কোর্স করতে পারবেন।

একটি ভালো লোকালয় পূর্ণ স্থান বাছাই করে ফার্মেসির জন্য দোকান তৈরি করবেন। এরপরে ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স, পল্লী চিকিৎসকের সার্টিফিকেট সংগ্রহ করে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে দোকানে ঔষধ আনতে পারবেন।

৬.সেলুন ব্যবসা

এই ব্যবসা করার জন্য আপনাকে চুল কাটা জানতে হবে না। আপনি শহরের কোন লোকালয় পণ্য স্থানে একটি সুন্দর সুসজ্জিত দোকান ভাড়া করে এরপরে আপনার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে একটি সেলুন ব্যবসা শুরু করতে পারেন। চুল কাটার জন্য মাসিক বেতন ভিত্তিতে নাপিত রাখতে পারেন।

এটি একটি ইউনিক ব্যবসা আইডিয়া, আপনার কাছে পর্যাপ্ত মূলধন থাকলে এই ব্যবসাটি শুরু করতে পারেন। আপনার দোকানের সার্ভিস যদি ভাল হয় সেক্ষেত্রে নাম কামাতে সময় লাগবেনা। এই ব্যবসা করে অনায়াসে প্রতি মাসে ৩০,০০০ টাকা ইনকাম করতে পারবেন।

আমাদের শেষকথা

সম্মানিত পাঠকবৃন্দ আশা করি এই ৬টি ২ লক্ষ টাকার ব্যবসা আইডিয়ার মধ্যে আপনার পছন্দের ব্যবসা আইডিয়াটি খুঁজে পাবেন। বর্তমান সময়ে উপরে উল্লেখিত ব্যবসা আইডিয়াগুলো সবথেকে বেশি কার্যকরী। আপনার কাছে পর্যাপ্ত মূলধন থাকলে ভালোভাবে যাচাই-বাছাই করে যেকোন একটি ব্যবসা শুরু করতে পারেন।

FAQs

২ লক্ষ টাকার সেরা ব্যবসা কোনটি?

২০২৩ ও ২৪ সালে আমি মনে করি ২ লক্ষ টাকার মধ্যে সেরা ব্যবসা হবে ঔষধ ফার্মেসির ব্যবসা। কেননা এই ব্যবসার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আপনি প্রাথমিক পর্যায়ে ৬ থেকে ৪ বছরের একটি কোর্স করে ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স ও পল্লী চিকিৎসকের সার্টিফিকেট সংগ্রহ করে ব্যবসাটি শুরু করতে পারেন।

ড্রাগ লাইসেন্স কিভাবে সংগ্রহ করবো?

ঔষধ প্রশাসন অভিদপ্তরের চাহিদা অনুযায়ী সকল নিয়মকানুন মেনে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে আবেদন করলে, তারা আপনার তথ্য ও ডকুমেন্টগুলো বাছাই করে দেখবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনাকে ড্রাগ লাইসেন্স প্রদান করা হবে।

Business Of BD

হাই,ব্যবসা নিয়েই আমার পড়াশোনা এবং ব্যবসা নিয়েই আমার ক্যারিয়ার। ব্যবসা নিয়ে লিখতে ভালবাসি, তাই ব্যবসা নিয়েই এই ব্লগটি করা।

Related Articles

Back to top button