Business idea

২০ হাজার টাকায় ব্যবসা করার নিয়ম ও আইডিয়া

সম্মানিত পাঠকবৃন্দ এই লেখাটির মূল উদ্দেশ্য হলো ২০ হাজার টাকায় ব্যবসা করার নিয়ম ও ব্যবসা আইডিয়া সম্পর্কে আপনাদের জানানো। আশা করি সম্পূর্ণ লেখাটি মনোযোগ দিয়ে দেখবেন।

আমরা অনেকেই বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য চাকরির পিছনে ছুটে সময় নষ্ট করি। কিন্তু বর্তমানে চাকরি মেলানো খুবই কষ্টকর বিষয়। আমরা চাইলে চাকরির পিছনে ছুটে সময় নষ্ট না করে ব্যবসা করে নিজেদের স্বাবলম্বী করতে পারি।

ব্যবসার ক্ষেত্রে আমাদের মূল বাঁধা হল মূলধন। আপনি কি জানেন মাত্র ২০ হাজার টাকা দিয়ে আপনি একটি লাভজনক ব্যবসা শুরু করতে পারেন? যদি না জেনে থাকেন, আমি আশা করি এই লেখাটি সম্পূর্ণ দেখার পরে আপনারা ২০ হাজার টাকায় ব্যবসা আইডিয়া সম্পর্কে জানতে পারবেন।

২০ হাজার টাকায় ব্যবসা করার নিয়ম

২০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করার জন্য প্রথমে আপনাকে একটি লাভজনক ব্যবসা আইডিয়া (business idea) খুঁজে বের করতে হবে। এরপরে ওই আইডিয়া অনুযায়ী, সঠিক পন্থা অবলম্বন করে, নিজের উপর বিশ্বাস রেখে ব্যবসা শুরু করতে হবে।

ব্যবসার ক্ষেত্রে সবথেকে বেশি প্রয়োজন হল নিজের উপর বিশ্বাস এবং সৎ থাকা। সব সময় নিজের উপর ভরসা রাখতে হবে এবং ব্যবসার ক্ষেত্রে সততা বজায় রাখতে হবে। আপনি ২০ হাজার টাকা দিয়ে কি ব্যবসা শুরু করতে পারবেন এই সম্পর্কে আমরা জানাবো।

২০ হাজার টাকার ব্যবসা আইডিয়া

অল্প টাকায় পর্যাপ্ত ব্যবসার আইডিয়া খুঁজে না পেলে, এই লেখাটি আপনাকে অনেক সহযোগিতা করবে। প্রতিনিয়ত বর্তমান সময়ের লাভজনক ব্যবসার আইডিয়া ও ব্যবসা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এই ওয়েবসাইটে পাবলিশ করা হয়।

বর্তমানে আপনি মাত্র ২০ হাজার টাকা দিয়ে কয়েক ধরনের ব্যবসা শুরু করতে পারেন, যেগুলো অনেক লাভজনক। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কয়েকটি লাভজনক ব্যবসা আইডিয়া নিচে তুলে ধরা হলো।

১.সিজনাল প্রোডাক্টের ব্যবসা

অল্প পুজিতে লাভজনক ব্যবসার মধ্যে সিজনাল প্রোডাক্টের ব্যবসা অন্যতম। সিজন অনুযায়ী আলাদা আলাদা প্রোডাক্ট নিয়ে অনলাইনে অফলাইনে এই ব্যবসা করতে পারবেন। যেমন আমের সিজনে পাইকারি দামে আম ক্রয় করে অনলাইনে ও অফলাইনে বিক্রি করতে পারেন।

ঠিক একইভাবে শীতকালে খেজুরের রস ও তালের রস বিক্রি করতে পারেন। এভাবে করে বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। সর্বশেষে হিসাব করলে অন্যান্য সকল ব্যবসার তুলনায় এই ব্যবসায় ব্যাপক লাভ থাকবে।

২.আগরবাতি তৈরির ব্যবসা

পণ্য উৎপাদনের তুলনায় আগরবাতি তৈরির ব্যবসার চাহিদা ব্যাপক। এই ব্যবসায় মূলধন তথা পুজির তুলনায় লাভ বেশি। আগরবাতি তৈরি করে প্যাকেট করে পাইকারি দরে বাজারে বিক্রি করতে পারবেন, এর উপরে ভিত্তি করে আপনি একটি কোম্পানি দাঁড় করাতে পারেন।

প্রাথমিক পর্যায়ে এই ব্যবসায় ২০ হাজার টাকা ইনভেস্ট করলে এবং ব্যবসার পিছনে যথেষ্ট সময়ে ব্যয় করলে, এই ব্যবসা থেকে প্রতি মাসে আপনি কমপক্ষে ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা ইনকাম করতে পারবেন।

৩.ফুলের ব্যবসা

ফুল সকলের পছন্দের একটি জিনিস। আমাদের দেশের প্রথা অনুযায়ী বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও পারিবারিক অনুষ্ঠানে ফুল ব্যবহারের প্রচলন রয়েছে। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রিয় মানুষকে খুশি করার জন্য ফুল ব্যবহার হয়।

আপনি শহরের মধ্যে ছোট একটি দোকান ভাড়া রেখে অথবা পার্কে, কলেজের সামনে বসে ফুল বিক্রি করতে পারেন। প্রাথমিক পর্যায়ে এই ব্যবসায় ২০,০০০ টাকা ইনভেস্ট করা যথেষ্ট। ফুলের ব্যবসা করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

৪.ব্লগিং ও এফিলিয়েট মার্কেটিং ব্যবসা

বর্তমানে অনলাইন ইনকামের দিক থেকে ব্লগিং ও এফিলিয়েট মার্কেটিং অনেকটা এগিয়ে আছে। আপনি ১০,০০০ টাকা খরচ করে একটি সুন্দর ব্লগিং ও এফিলিয়েট মার্কেটিং এর জন্য ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

পরবর্তীতে এই ওয়েবসাইটে সুন্দর সুন্দর কনটেন্ট পাবলিশ করে, গুগল থেকে অর্গানিক ভিজিটর আনতে পারেন। বেশি ভিজিটর থাকলে অ্যামাজন অথবা অন্যান্য বিভিন্ন কোম্পানির এফিলিয়েট মার্কেটিং করতে পারেন।

৫.চা-পাতার ব্যবসা

পাইকারি চা পাতা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। তথা চা পাতার পাইকারি বাজার থেকে কম দামে চা পাতা ক্রয় করে আপনার এলাকার মুদি দোকানগুলোতে পাইকারি দামে বিক্রি করতে পারেন। প্রাথমিক পর্যায়ে এই ব্যবসা শুরু করতে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা প্রয়োজন।

চা আমাদের নিত্যদিনের সঙ্গী, তাই এর চাহিদা কখনো কমবে না। চা পাতার পাইকারি বাজার কোথায় আছে এই সম্পর্কে জানতে পারেন। তবে এই ব্যবসা করার জন্য আপনার মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে।

শেষকথা

সম্মানিত পাঠকবৃন্দ, উপরে উল্লেখিত এই ৫টি ব্যবসা আপনারা মাত্র ২০,০০০ টাকা ইনভেস্ট করে শুরু করতে পারেন। এই ব্যবসা গুলোতে লাভের তুলনায় লস হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি সঠিক পন্থা অবলম্বন করে নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে অতি দ্রুত সফল হবেন।

আমাদের আজকের লেখাটি এখানে সমাপ্ত করছি, উপরে উল্লেখিত ব্যবসা আইডিয়া গুলোর মধ্য থেকে আপনার কাছে কোন আইডিয়াটি সেরা মনে হয়েছে? অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। পরবর্তীতে নতুন নতুন ব্যবসা সম্পর্কিত আর্টিকেল পেতে এই ওয়েবসাইটটি দেখতে পারেন।

FAQs

পাইকারি চা পাতা কিভাবে সংগ্রহ করবো?

চা পাতার পাইকারি বাজার আছে শ্রীমঙ্গল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকায়। আপনারা খুব সহজেই চা পাতার পাইকারি বাজার থেকে পাইকারি দামে চা পাতা ক্রয় করতে পারেন।

সিজনাল প্রোডাক্ট এর ব্যবসা করতে কত টাকা প্রয়োজন?

প্রাথমিক পর্যায়ে এই ব্যবসাটি ১০ হাজার থেকে ২০ হাজার টাকা ইনভেস্ট করে শুরু করতে পারেন। প্রথম চালানের মালামাল বিক্রি করে, লাভের অংশ থেকে পরবর্তী চালানে টাকা ইনভেস্ট করতে পারেন।

Business Of BD

হাই,ব্যবসা নিয়েই আমার পড়াশোনা এবং ব্যবসা নিয়েই আমার ক্যারিয়ার। ব্যবসা নিয়ে লিখতে ভালবাসি, তাই ব্যবসা নিয়েই এই ব্লগটি করা।

Related Articles

Back to top button