ব্যবসা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা সমূহ
একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সর্বপ্রথম ধাপ হল একটি সুন্দর নাম নির্বাচন করা। এবং ব্যবসা প্রতিষ্ঠান জনপ্রিয় হওয়ার পিছনে অনেক অবদান থাকে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের নামের। এই লেখাটিতে ব্যবসা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা সম্পর্কে আলোচনা করা হবে।
সম্পূর্ণ লেখাটি মনোযোগ দিয়ে দেখলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সুন্দর একটি নাম বাছাই করতে পারবেন। তবে বর্তমানে ব্যবসা গুলো অনলাইন কেন্দ্রিক হওয়ায়, নাম বাছাই করা অনেক কষ্টকর হয়ে পড়ে। নাম বাছাই এর কিছু সিক্রেট টিপস আপনাদের মাঝে শেয়ার করব।
সঠিকভাবে উক্ত পন্থা গুলো অবলম্বন করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি ইউনিক নাম বাছাই করতে পারবেন। অনেক সময় দেখা যায় পছন্দের নাম খুঁজে পেলেও, ইতিমধ্যে ওই নামে অনেক ব্যবসা প্রতিষ্ঠান চালু আছে।
বিশেষ করে অনলাইন কেন্দ্রিক ব্যবসা গুলোর ক্ষেত্রে, একই নামে ২ বার ডোমেইন কেনা সম্ভব হয় না। তাই সব সময় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি ইউনিক নাম খুঁজে বের করতে হবে। চলুন আজকের লেখাটির মূল বিষয় নিয়ে আলোচনা শুরু করি।
দোকানের সুন্দর নামের তালিকা বের করার কৌশল
আমরা কিছু কৌশল অবলম্বন করে খুব সহজেই আমাদের দোকানের জন্য একটি সুন্দর নাম খুঁজে বের করতে পারি। তবে আপনি যদি অনলাইনে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটি ওয়েবসাইট তৈরি করতে চান, সেক্ষেত্রে ওই নামে ডোমেইন ক্রয় করতে হবে।
আমরা সকলেই জানি একই নামে একটি ডোমেন শুধুমাত্র একবার ক্রয় করতে পারে। তাই আপনারা চাইলেও ডুপ্লিকেট নামে ডোমাইন ক্রয় করতে পারবো না, অনলাইন ভিত্তিক ব্যবসা পরিচালনার জন্য অবশ্যই ১০০% ইউনিক নাম বাছাই করতে হবে।
দোকানের সুন্দর নামের তালিকা বের করার কৌশল গুলো নিচে উল্লেখ করা হলো। আপনারা এই কৌশলগুলো অবলম্বন করে খুব সহজেই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি ইউনিক নাম খুঁজে বের করতে পারবেন।
ব্যবসা সম্পর্কিত নামঃ যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটি গুরুত্বপূর্ণ। ব্যবসা সম্পর্কিত নাম বাছাই করলে, আপনার ডমেইন পেতে সুবিধা হবে এবং খুব সহজেই কাস্টমারদের মনোযোগে আসতে পারবেন।
তাই সব সময় আপনারা ব্যবসা সম্পর্কিত নাম খোঁজার চেষ্টা করুন। যেমনঃ স্বপ্ন দধি ভান্ডার, হাজী বিরিয়ানি, পাল বস্ত্র বিপনী, ইজি ফ্যাশন হাউজ, মুরসালিন টি স্টল, মোহাম্মদ বই বিতান, রানার অটোমোবাইল, স্টার রেস্টুরেন্ট ইত্যাদি।
সংক্ষিপ্ত নামঃ সাধারণত বিভিন্ন কোম্পানি ও বড় বড় রেস্টুরেন্ট এর নাম গুলো সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হয়। যেমন: আরএফএল (RFL) এর পূর্ণরূপ হল Rangpur Foundry Limited, কিন্তু আমরা এই রংপুর ফাউন্ডারী লিমিটেডকে RFL নামে চিনি।
তেমনি বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যারা তাদের নামগুলোকে ইউজার ফ্রেন্ডলি করার জন্য সংক্ষিপ্ত আকারে ব্যবহার করে। তাই আপনি চাইলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বড় নামটি ইউজার ফ্রেন্ডলি করার জন্য সংক্ষিপ্ত আকারে ব্যবহার করতে পারেন।
ধর্মীয় আরবি নামঃ যেহেতু আমাদের দেশের মানুষ ধর্মে বিশ্বাস করে, সেহেতু আমরা চাইলে ব্যবসার সাথে ধর্মীয় নাম যুক্ত করতে পারি। যেমনঃ বিসমিল্লাহ বস্ত্র বিতান, আল ফাতাহা পাবলিক লাইব্রেরি ইত্যাদি।
ব্যবসা প্রতিষ্ঠানের সাথে নিজের নাম যুক্ত করাঃ বর্তমানে এই পদ্ধতি অবলম্বন করে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানের নাম বাছাই করা হয়। আপনি আপনার নামের সাথে ব্যবসা প্রতিষ্ঠানের নাম যুক্ত করতে পারেন। যেমন: দুলালের দধি ভান্ডার, মোহাম্মাদিয়া লাইবারী, সাজু ভাইয়ের টি স্টল, মেসার্স ওমর ব্রাদার্স, হাজী স্টোর, শিহাব জেনারেল স্টোর ইত্যাদি।
সমার্থক শব্দ ব্যবহারঃ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামের সাথে সমার্থক শব্দ ব্যবহার করতে পারেন। যেমন: হাজী বস্ত্র বিপণী, মায়ের দোয়া জুয়েলার্স, বিপনী বিতান ইত্যাদি।
এই পদ্ধতি গুলো অবলম্বন করে খুব সহজেই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি ইউনিক নাম খুঁজে বের করতে পারেন।
ব্যবসার নাম নির্বাচন করার পূর্বে করণীয়
একটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম নির্বাচন করার পূর্বে আমাদের কয়েকটি দিকে লক্ষ্য রাখতে হবে, যেমনঃ
- আপনার সেবা বা পণ্যের সাথে মিল রেখে নাম রাখুন।
- সহজ ও ছোট নাম নির্বাচন করার চেষ্টা করুন, এতে কাস্টমারদের আপনার দোকানের নাম মনে থাকবে।
- ট্রেন্ডিং ও ইউনিক নাম রাখার চেষ্টা করুন।
- অন্য ব্রান্ডের নাম কপি করা থেকে বিরত থাকুন।
- ব্যবসা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করার পূর্বে অবশ্যই ডোমেইন খালি আছে কিনা সেটা যাচাই করুন।
- বেশি লম্বা নাম না রেখে যথা সম্ভব ছোট নাম রাখার চেষ্টা করুন, এতে আপনার ব্রান্ড ভ্যালু বাড়বে।
- অন্য কোন জনপ্রিয় ব্র্যান্ডের নামের সাথে সাদৃশ্য রেখে নাম নির্বাচন করবেন না, এতে আপনার ব্র্যান্ড কখনোই জনপ্রিয় হবে না।
ডোমেইন নেম খালি আছে কিনা তা যাচাই করার উপায়
ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নাম সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই ডোমেইন নেম খালি আছে কিনা এটা যাচাই করতে হবে। কেননা বর্তমানে সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনলাইন কেন্দ্রিক হয়ে পড়েছে, হয়তোবা এখন আপনার ওয়েবসাইট প্রয়োজন নেই কিন্তু কিছুদিন পরে অবশ্যই আপনার ওয়েবসাইট প্রয়োজন হবে।
ওয়েবসাইটের মাধ্যমে আপনি পণ্য ক্রয় বিক্রয়ের পাশাপাশি আপনার ব্রান্ড ভ্যালু বাড়াতে পারবেন। একটি নামে শুধুমাত্র একটি ওয়েবসাইট তৈরি হয়, এবং এই ওয়েবসাইটের এড্রেস (যেটা লিখে ইন্টারনেটে সার্চ করলে আপনার ওয়েবসাইটটি খুঁজে পাওয়া যাবে) কে ডোমেইন নেম বলা হয়।
আপনার পছন্দের নামটির ডোমেইন নেম খালি আছে কিনা এটা খুব সহজেই যাচাই করতে পারবেন। www.hostever.com ও www.namecheap.com ওয়েবসাইট গুলোতে প্রবেশ করে সার্চ বক্সে আপনার পছন্দের নামটি লিখে সার্চ করুন।
এরপরে দেখবেন .com ডোমেইন ফ্রি আছে কিনা, সব সময় .com ডোমেইন এক্সটেনশনটি নেয়ার চেষ্টা করবেন। এটি ইউজার ফ্রেন্ডলি এবং টপ লেভেলের ডোমাইন এক্সটেনশন। আপনার ওয়েবসাইটের নাম কাস্টমারদের মনে রাখতে সুবিধা হবে।
ওয়েবসাইটের মাধ্যমে নতুন ব্যবসার নাম নির্বাচন
বর্তমানে আপনারা বিভিন্ন ওয়েবসাইটের সহযোগিতা নিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি নতুন নাম নির্বাচন করতে পারবেন। এই সকল ওয়েবসাইটগুলোতে আপনার পছন্দের কিওয়ার্ড লিখে সার্চ করলে ঐ রিলেটেড অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানের নাম সাজেস্ট করবে।
শফিফাই নেইম জেনারেটর, বিজনেস নেইম জেনারেটর, নেমলিক্স, ওভারলো ওয়েবসাইট গুলো থেকে আপনারা সুন্দর সুন্দর নাম নির্বাচন করতে পারবেন। তবে এই সকল ওয়েবসাইট থেকে আপনারা বাংলা নাম খুঁজতে পারবেন না।
আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাংলা নাম খুঁজতে quora ও bissoy এর মত ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন। এখানে নতুন ব্যবসার নাম জানতে চেয়ে পোস্ট করার মাধ্যমে, বিভিন্ন মানুষের মতামত ও তাদের আইডিয়া সম্পর্কে জানতে পারবেন।
ফেসবুকের মাধ্যমে ব্যবসার নাম নির্বাচন
বর্তমানে সব থেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হল ফেসবুক। ফেসবুকে অনেক তরুণ উদ্যোক্তা, উদ্যোক্তা বাজার, ব্যবসা পরামর্শ, বিজনেস আইডিয়া গ্রুপ আছে। যেখানে পোস্ট করে আপনারা নতুন নতুন ব্যবসার নাম সম্পর্কে জানতে পারবেন।
এছাড়াও এই গ্রুপগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ব্যবসা আইডিয়া ও ব্যবসা সম্পর্কিত পোস্ট শেয়ার করা হয়, যেগুলো প্রাথমিক পর্যায়ে আমাদের জন্য খুবই উপকারী।
ব্যবসা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা
ব্যবসা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা হল: দেশের বাজার, গ্রামের হাট, আমাদের শপ, ফুট কোড, Dinner Club, দাওয়াই ফার্মেসী, প্রিয় বাজার, সেরা বাজার, Clothing Place, ফ্যাশন কর্নার, Fast Track Repair ইত্যাদি।
একটি সুন্দর নাম নির্বাচন করার জন্য আমাদের কয়েকটি দিকে লক্ষ্য রাখতে হবে। এই সম্পর্কে আমরা উপরে বিস্তারিত জেনে এসেছি, এবার চলুন জেনে নেই সাধারণ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম সম্পর্কে।
তবে এই নামগুলো কতটা ইউনিক এবং ডোমেইন ফ্রী আছে কিনা এই সম্পর্কে আমরা সঠিক তথ্য দিতে পারবো না। আপনাদের বোঝানোর স্বার্থে এই নামগুলো উল্লেখ করা হয়েছে। আপনার পছন্দ অনুযায়ী এখান থেকেও আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নাম বাছাই করতে পারেন।
মুদি দোকানের সুন্দর নামের তালিকা
- মা-বাবার দোয়া জেনারেল স্টোর
- অল্পনা পণ্য সম্ভার
- স্বপ্ন গ্রোসারি শপ
- জনতার আস্থা মুদি ভান্ডার
- স্বদেশ বন্ধু মুদি ভান্ডার
- একতা মুদি ভান্ডার
- সিটিজেন গ্রোসারি পয়েন্ট
- নাগরিক কল্যাণ মুদি ঘর
- চাঁদেরহাট মুদি বাজার
- আলোছায়া মুদি ঘর
- ওয়ান স্টপ গ্রোসারি শপ
- সিটিজেন গ্রোসারি শপ
- ফ্যামিলি এন্ড ফুড মার্কেট
- আশার আলো পণ্য বিতান
মুদি দোকানের সুন্দর নামের তালিকা সমূহ সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারেন।
কাপড়ের দোকানের সুন্দর নামের তালিকা
- মেনস বস্ত্র বিতান
- নীল পরী বস্ত্র শালা
- নর্দান বয়েস আউটফিট
- সিভিল ড্রেস জোন
- মায়াবতী লেডিস কর্নার
- অল ইন ওয়ান বস্ত্র বিতান
- বিসমিল্লাহ বস্ত্র শালা
- আল-আমীন বুটিক হাউস
- অলরাউন্ডার ক্লথিং স্টোর
- নবাব বাড়ির দোকান
- রিয়েল লুকস ফ্যাশন
- অপরূপা বস্ত্রশাল
- কেয়া শাড়ি নিকেতন
- হাই ফ্যাশন ক্লথ হোম
- সোহা ফ্যাশন হাউজ
- টেম্পোরাল এপ্যারেল সেন্টার
কসমেটিকস দোকানের সুন্দর নামের তালিকা
- সুইট ম্যাটার
- ইনকওয়েল ক্রিয়েটিভ
- ফ্রাইডে স্কিন কেয়ার
- আইভি এবং মিন্ট
- বিউটিএক্স
- মেকওভার স্টুডিও
- মেকআপ মিসফিট
- গ্লিটজ এন গ্ল্যাম
- মেকআপ লাইফ
- রুপের কন্যা কসমেটিক
- মোহিনী স্টোর
- মেকআপ বাই রুপা
- কসমেটিক্স কর্নার
খাবারের দোকানের সুন্দর নাম
- ফুডপয়েন্ট
- খাদ্যবিতান
- মধুময় ফলের দোকান
- ফুডি ল্যান্ড
- গ্রিন ক্যাফে
- ফুড প্যারাডাইস হোটেল এন্ড রেস্টুরেন্ট
- বাঁশের কেল্লা খাবার জোন
- ভোজন রসিকদের মিলনমেলা
- বনভোজন হোটেল ও রেস্তোরা
- স্পাইসি মিল জোন
- রাজদরবার
- ইয়াম্মি ফুড হল
- ইয়াম্মি ফুড হাউস
- ফ্যান্সি ফুড হাব
- অল ইন ওয়ান রেস্টুরেন্ট
- ক্যাফে আল মদিনা
- গ্রিন রেস্টুরেন্ট এন্ড হোটেল
- স্টার রেস্টুরেন্ট
- শাহীমহল
- স্পাইসি ফুড আইসল্যান্ড
- রিলাক্স হোটেল এন্ড রেস্টুরেন্ট
- ফ্রেশ ফুড কর্নার
- শাহিমহল হোটেল ও রেস্তোরা
কম্পিউটার দোকানের সুন্দর নামের তালিকা
- বিসমিল্লাহ কম্পিউটার সার্ভিস সেন্টার
- প্রাইম কম্পিউটার সার্ভিস
- মেট্রো ডিজিটাল সার্ভিসেস
- গ্রান্ড ডিজিটাল স্টুডিও
- টেক মাস্টার হেল্প সেন্টার
- নেক্সাস ডিজিটাল সার্ভিস
- সিটি ডিজিটাল সার্ভিস হাব
- সাইবার মাস্টার হেল্পিং স্টেশন
- ভিলেজ কম্পিউটার সার্ভিস পয়েন্ট
- এপেক্স ডিজিটাল ল্যাব
- ইউনিভার্সাল সাইবার সেন্টার
- ইউরেনাস সাইবার জব হোম
- টাইটান সাইবার হেল্প সেন্টার
- রেইনবো কম্পিউটার এন্ড ফটোকপি সার্ভিস
- ডেইলি ডিজিটাল সার্ভিস
- সাইবার সেভেন্টি ওয়ান
- ফটোকপি এন্ড ফটো সার্ভিস মেট
ঔষধের দোকানের সুন্দর নামের তালিকা
- মা বাবার দোয়া ফার্মেসি
- জননী ঔষধালয়
- জনতার কল্যান ঔষধালয়
- আলো চিকিৎসাকেন্দ্র
- নাগরিক সেবা ঔষধ বিপনী
- দূর্গা সেবা কেন্দ্র
- মদিনার আলো ফার্মেসি
- জমজম মেডিসিন সেন্টার
- আল্লাহর দান মেডিসিন সেন্টার
- হিউম্যানিটি মেডিকেল হল
- হ্যাপি লাইফ ফার্মেসি
- সেন্ট্রাল মেডিসিন হল
- খন্দকার মেডিসিন পয়েন্ট
- মায়ের দোয়া মেডিসিন পয়েন্ট
- জমজম মেডিসিন সেন্টার
- আরোগ্য ঔষধালয়
গার্মেন্টস দোকানের নাম
- পোশাক পরিচ্ছদ
- শাড়ি কুটির
- শাড়ি জংশন
- তনু রঞ্জন
- শাড়ি সম্ভার
- অভিজাত বিপণি
- পোশাক পরিচ্ছদ
- শাড়ি সদন
- প্রিয়দর্শিনী
- বুটিক হাউস
- শাড়ি নিকেতন
- মোহিনী শাড়ি নিকেতন
মোবাইল দোকানের সুন্দর নামের তালিকা
- মা টেলিকম
- মোবাইল রিপ্রেয়ার জোন
- মোবাইল ফিক্সিং
- মোবাইল ডাক্তার
- মোবাইল সার্ভিসিং জোন
- মোবাইল হাসপাতাল
- বিসমিল্লাহ মোবাইল সার্ভিসিং পয়েন্ট
- মোবাইল বিশেষজ্ঞ
- ফাস্ট ট্রাকার রিপায়ার
- মোবাইল চয়েস কর্নার
অনলাইন ব্যবসার নাম
- বাংলাদেশ শপ
- হিরিক বাজার
- কিনবেন নাকি
- সদাইপাতি
- আমাদের পণ্য
- পণ্য মেলা
- বাজার ব্যাগ
- চয়েজ মার্ট
- বিডি শপ
শেষকথা
সম্মানিত পাঠকবৃন্দ আশা করি ব্যবসা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা সম্পর্কে জানতে পেরেছেন। উপরে উল্লেখিত বেশিরভাগ নাম ইতিমধ্যে ব্যবহার হয়ে গেছে। আপনাদের বোঝানোর সুবিধার্থে এই নামগুলো উল্লেখ করা।
তবে উপরে আমরা কিভাবে একটি ইউনিক ও নুতন নাম বাছাই করতে হয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। দেখানো পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি ইউনিক নাম নির্বাচন করতে পারেন।
FAQs
আপনি দোকানে কি ধরনের পণ্য বিক্রি করবেন এর উপর নির্ভর করে দোকানের নাম নির্বাচন করতে হবে। সাধারণত আপনার দোকানের জন্য আপনার নাম এবং পণ্যের নাম যুক্ত করে সুন্দর একটি নাম তৈরি করবেন।
আপনার ব্যবসার নাম নির্বাচনের জন্য খুব সহজেই নেমলিক্স, ওভারলো, ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। অথবা গুগলে গিয়ে “FREE Business Name Generator” লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, এগুলো ব্যবহার করে আপনার নতুন ব্যবসার জন্য নাম নির্বাচন করতে পারেন।