Business Plan

কম পুঁজিতে লাভজনক ব্যবসা আইডিয়া

কম পুঁজিতে লাভজনক ব্যবসা গুলো হলো গ্রামে চায়ের দোকান, স্কুল কিংবা কলেজের সামনে ফুচকা চটপটির দোকান, কাঁচামালের ব্যবসা, কফি শপ তৈরি, হাঁস ও মুরগির ব্যবসা, অনলাইনে ব্যবসা, মাছ চাষ ইত্যাদি।

বর্তমান সময়ে তরুণরা চাকরির পিছনে না দৌড়ে ব্যবসার পথ বেছে নিচ্ছে। আপনি যদি একজন তরুণ উদ্যোক্তা হতে চান তাহলে এটা হতে পারে আপনার একটি সঠিক সিদ্ধান্ত। সাধারণত ব্যবসা করার জন্য প্রথমে কিছু মূলধন প্রয়োজন হয়।

আপনার কাছে যদি খুব সামান্য মূলধন থাকে, এই সামান্য মূলধন থেকে আপনারা কি ব্যবসা শুরু করতে পারেন এ সম্পর্কে এই লেখাটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

কম পুঁজিতে লাভজনক ব্যবসা আইডিয়া সেরা ৬টি

চায়ের ব্যবসা, ফুচকা বা চটপটির ব্যবসা, কফি শপের ব্যবসা, হাঁস-মুরগি পালন, কাঁচামালের ব্যবসা, মাছ চাষ, অনলাইনে প্রোডাক্ট বিক্রি, এই সকল ব্যবসাগুলো কম পুজিতে শুরু করতে পারবেন।

সামান্য পুঁজি নিয়ে এই ব্যবসা গুলো শহর কিংবা গ্রামের যেকোনো স্থানে শুরু করতে পারেন। অনেকেই এই কাজগুলোকে নিচুমানের কাজ মনে করতে পারেন, কিন্তু পৃথিবীতে কোন কাজই নিচু নয়।

আপনি যদি এই ধরনের যেকোনো একটি ব্যবসা প্রতিষ্ঠা করতে পারেন তাহলে একটি মিডেল বেতনের চাকরি থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। অল্প পুজিতে লাভজনক ব্যবসা আইডিয়া গুলোর মধ্যে এগুলো অন্যতম।

১.চায়ের দোকানের ব্যবসা

গ্রামে কিংবা শহরে অল্প একটু জায়গা নিয়ে টি-স্টল স্থাপন করতে পারেন। বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ মানুষ চা খেতে পছন্দ করে। বিশেষ করে যে সকল জায়গায় লোক চলাচল বেশি, উক্ত স্থানে একটি চায়ের দোকান প্রতিষ্ঠা করে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন।

একটি চায়ের দোকান প্রতিষ্ঠার জন্য সামান্য অল্প পুঁজি খরচ করতে হবে। যদি সম্ভব হয় ছোট একটি দোকান প্রতিষ্ঠা করে নিবেন অথবা আপনারা চাইলে হাতে করে এবং ভ্যান গাড়িতে/সাইকেলে করে চা বিক্রি করতে পারেন।

চা বিক্রি করার জন্য সবথেকে ভালো জায়গা হল বাজার, পার্ক, কলেজ ইউনিভার্সিটি সামনে, গ্রামের মেইন রাস্তার পাশে, শহরের গলিতে, এক কথায় যেই সকল স্থানে লোক চলাচল বেশি হয়।

চা বিক্রি করে লাভবান হতে আপনার যে সকল বিষয়ে সম্পর্কে ধারণা থাকতে হবেঃ

  • সঠিক জায়গা নির্বাচন।
  • মজাদার চা তৈরি করার অভিজ্ঞতা।
  • কাস্টমারের সাথে ভালো ব্যবহার করার মন-মানসিকতা।
  • পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা।
  • চায়ের দোকান/ব্যবসা স্থানের উপর যথেষ্ট সময় দেওয়া।

২.চটপটি ও ফুচকার ব্যবসা

চায়ের দোকানের মত চটপটি ও ফুচকার ব্যবসা করতে পারেন। শহর কিংবা গ্রাম যেকোন স্থানে চটপটি ও ফুসকার দোকান তৈরি করতে পারেন। তবে এই ব্যবসা করার জন্য সবথেকে ভালো স্থান হলো পার্ক, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, গ্রামের বাজারে।

সাধারণত চটপটি এবং ফুচকা মেয়েদের খুব পছন্দের। তাই আপনারা এমন কোন জায়গা নির্বাচন করবেন দোকান তৈরির জন্য যেখানে মেয়েদের আনাগোনা বেশি। প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে কোন স্থানে দোকান স্থাপনা করলে আপনার বিক্রি বেশি হবে।

সাধারণত ফুচকা এবং চটপটি এগুলো ভ্যানে করে বিক্রি বেশি হয়। ভ্যানে করে বিক্রি সব থেকে বেশি সুবিধা হল খুব সহজে জায়গা পরিবর্তন করতে পারবেন।

ফুচকা ও চটপটি বিক্রি করে লাভবান হতে আপনার যে সকল বিষয় সম্পর্কে জানা থাকতে হবেঃ

  • সঠিক জায়গা নির্বাচন করা।
  • ফুচকা এবং চটপটি তৈরিতে বিশেষ অভিজ্ঞতা।
  • কাস্টমারের সাথে ভালো ব্যবহার।
  • সব সময় পরিষ্কার এবং পরিছন্নতা বজায় রাখতে হবে।
  • এই সকল ব্যবসার ক্ষেত্রে সব সময় নিজেকে আধুনিক/ইউনিক হিসেবে পরিচয় করাতে হবে।

৩.কফি শপ এর ব্যবসা

সাধারণত কফি শপ এর ব্যবসা শহর পর্যায়ে বেশি হয়। গ্রামের মানুষ কফির থেকে চা বেশি প্রাধান্য দেয়। তাই আপনারা চাইলে শহরে লোকালয়ে কোন স্থানে কফি শপের ব্যবসা শুরু করতে পারেন। আপনার যদি সামান্য পুঁজি হয় দোকান তৈরি করতে না পারেন।

সেক্ষেত্রে ভ্যানে করে অথবা হাতে করে কফি বিক্রি করতে পারবেন। কফি শপের ব্যবসা করার জন্য সবথেকে ভালো জায়গাগুলো হলো বাজারের লোকালয় স্থান, বড় কোন অফিস আদালতের সামনে, পার্কে, কলেজ/ বিশ্ববিদ্যালয়ের সামনে, ঐতিহাসিক কোন স্থান তথা পর্যটন কেন্দ্রের সামনে।

কফি শপের ব্যবসা করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হলে প্রথমে আপনাকে একটি উপযুক্ত জায়গা নির্বাচন করতে হবে, এবং ব্যবসায়ের সম্পূর্ণ পরিকল্পনা করে ব্যবসা শুরু করতে হবে। সামান্য পুঁজিতে কফি শপ এর ব্যবসা শুরু করতে পারেন।

কফি শপের ব্যবসা করে লাভবান হতে আপনার যেসকল বিষয় সম্পর্কে জানা থাকতে হবেঃ

  • সঠিক জায়গা নির্বাচন করা।
  • পরিষ্কার-পরিচ্ছন্নতা অবলম্বন করা।
  • কাস্টমারের সাথে ভালো ব্যবহার করা।
  • কফি তৈরিতে পর্যাপ্ত দক্ষতা থাকা।
  • কফি শপ সুন্দর করে সজ্জিত করা।
কম পুঁজিতে লাভজনক ব্যবসা

৪.হাঁস-মুরগি পালন

গ্রামে বসবাসরত নাগরিকদের ক্ষেত্রে হাঁস মুরগির পালন অনেক সহজ হয়। বর্তমান সময়ে হাঁস মুরগি পালন ব্যবসা-টা অনেক জনপ্রিয় হয়েছে। আপনারা চাইলে সামান্য পুঁজিতে হাঁস মুরগি পালনের ব্যবসা শুরু করতে পারেন।

পল্টি মুরগি অথবা দেশি মুরগি ক্রয় করে নিজ বাড়িতে পারিবারিকভাবে লালন পালন করতে পারেন এবং এ থেকে ডিম উৎপন্ন করতে পারেন অথবা মাংস বিক্রি করতে পারেন। হাঁস মুরগি পালন করার জন্য আলাদা কোন স্থানের প্রয়োজন নেই।

নিজ বাড়িতে থেকে এই ব্যবসাটি চালিয়ে নিতে পারবেন। হাঁস মুরগির ব্যবসা করে লাভবান হতে আপনার যেসকল বিষয় সম্পর্কে জানা থাকতে হবেঃ

  • হাঁস মুরগি পালন সম্পর্কে জানা।
  • হাঁস মুরগির খাবার যাচাই বাছাই।
  • হাঁস মুরগির রোগ বালাই সম্পর্কে ধারণা রাখা এবং সঠিক ব্যবস্থা গ্রহণ।
  • হাস মুরগি পালনের জন্য সঠিক জায়গা নির্বাচন।
  • সঠিকভাবে হাঁস মুরগির যত্ন নেয়া।

৫.কাঁচামালের ব্যবসা

কাঁচামাল বলতে বোঝায় তড়ি-তরকারি, শাকসবজি ইত্যাদি। গ্রাম থেকে কম দামে কাঁচামাল গুলো ক্রয় করে শহরের বাজারে বিক্রি করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে কাঁচামাল/ তৈরী তরকারি উৎপাদন করে বাজারে বিক্রি করতে পারেন।

কাঁচামালের ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সামান্য পুঁজিতে কাঁচামালের চাষ করে অথবা পাইকারি দরে ক্রয় করে শহরের কিংবা গ্রামের বাজারে এগুলো বিক্রি করে ভালো পরিমাণের অর্থ উপার্জন করতে পারবেন।

শহরের বাজার ছাড়াও আপনারা অলিতে গলিতে ভ্যান গাড়ি নিয়ে কাঁচামাল বিক্রি করতে পারবেন। কাঁচামালের ব্যবসা আইডিয়া সম্পর্কে যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে অল্প পুঁজিতে এই ব্যবসা করে অনেক লাভবান হতে পারবেন।

কাঁচামালের ব্যবসা করে লাভবান হওয়ার জন্য আপনার যে বিষয় সম্পর্কে জানা থাকতে হবেঃ

  • কাঁচামালের সবজিগুলো চাষ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান।
  • এর রোগবালাই সম্পর্কে জানা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা।
  • সিজনাল ফসল সম্পর্কে জানা।
  • তাজা ও পুষ্টিকর সবজি/ কাঁচামাল সংগ্রহ করে বাজারে বিক্রি করা।
  • ক্রেতাদের সাথে ভালো ব্যবহার করা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা।
  • সঠিক জায়গা নির্বাচন করা।
  • অনেক সময় রোধের মধ্যে সবজিগুলো তাজা রাখতে সঠিক ব্যবস্থা গ্রহণ।
  • ক্রেতাদের চাহিদা সম্পর্কে জানা, এবং ওই অনুযায়ী কাঁচামাল বিক্রি করা।

৬.মাছ চাষ করা

গ্রাম কিংবা শহর যেকোন জায়গায় এই ব্যবসাটি করতে পারবেন। মাছ চাষ করার জন্য একটি পরিষ্কার-পরিচ্ছন্ন পুকুর প্রয়োজন হবে। তবে গ্রামে সব থেকে এই ব্যবসাটি বেশি করা হয়। শহরে ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পুকুর পাওয়া যায় না।

ছোট মাছের ছানা ক্রয় করে পুকুরে লালন পালন করে বড় বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন। বর্তমানে অনেক বেকার যুবকরা এই ব্যবসাটি করে থাকে। সাধারণত মাছ চাষ করার জন্য আপনাকে মাছের খাবার এবং রোগ প্রতিরোধ সম্পর্কে জানতে হবে।

মাছ চাষের ব্যবসা করে লাভবান হওয়ার জন্য আপনার যেসকল বিষয় সম্পর্কে জানা প্রয়োজনঃ

  • মাছ চাষের জন্য পুকুর তৈরি।
  • মাছের খাবার সম্পর্কে জানা।
  • মাছের রোগ বালাই সম্পর্কে জানা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ।
  • সঠিকভাবে মাছের যত্ন নেয়া।
  • ভালো মাছের পোনা সংগ্রহ ও পুকুরে চুন দিয়ে ক্ষতিকর পোকামাকড় ও মাছ দূর করা।

অনলাইনে ব্যবসা করার নিয়ম

আপনারা চাইলে অনলাইনে কম পুঁজিতে লাভজনক ব্যবসা করতে পারেন। আপনার যদি কোন প্রোডাক্ট তৈরিতে বিশেষ দক্ষতা থাকে অথবা অল্প দামে সামান্য কিছু প্রোডাক্ট ক্রয় করতে পারেন সেক্ষেত্রে এগুলোকে অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারবেন।

বাজারে একটি দোকান তৈরি করতে অনেক প্রোডাক্ট ক্রয় করার প্রয়োজন হয়, কিন্তু অনলাইনে এর সম্পূর্ণ বিপরীত। এখানে আপনারা সামান্য অল্প কয়েকটি প্রোডাক্ট ক্রয় করে ব্যবসা শুরু করতে পারেন। ঘরে বসে অনলাইনে মাধ্যমে একটি মোবাইল ফোন দিয়ে এই ব্যবসাটি চালিয়ে নিতে পারবেন।

আপনার পুঁজি অল্প থাকলে কম দামে এই ভালো মোবাইল ফোন গুলো ক্রয় করে অনলাইনে ব্যবসা করতে পারেন। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এর মত সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করে আপনার প্রোডাক্টগুলো ক্রেতাদের কাছে বিক্রি করতে পারবেন।

ব্যবসা সম্পর্কিত নতুন নতুন আইডিয়াগুলো পাবেন Business of bd এই ওয়েবসাইটে।

FAQs

বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা ?

বর্তমানে সব থেকে লাভজনক ব্যবসা হল Mobile ফোন কিংবা কম্পিউটার বিক্রি, কসমেটিক্স এর দোকান, রেস্টুরেন্ট ব্যবসা, ঔষধের ফার্মেসি ইত্যাদি।

বিনা পুজিতে লাভজনক ব্যবসা ?

সাধারণত বিনা পুঁজিতে সবথেকে লাভজনক ব্যবসা হল মাটির হাড়ি পাতিল তৈরি, নকশি খাতা তৈরি, ইত্যাদি। যেসকল প্রোডাক্টগুলো আপনি নিজে তৈরি করতে পারবেন কোন ধরনের খরচ ছাড়াই।

লাভজনক ব্যবসা আইডিয়া ?

লাভজনক ব্যবসা আইডিয়া গুলো হলো নতুন মোবাইল ফোন বিক্রি, কাপড়ের ব্যবসা, ঔষধের ফার্মেসীর ব্যবসা, গরুর খামারের ব্যবসা, কসমেটিকসের দোকান, মোবাইলের দোকান।

Business Of BD

হাই,ব্যবসা নিয়েই আমার পড়াশোনা এবং ব্যবসা নিয়েই আমার ক্যারিয়ার। ব্যবসা নিয়ে লিখতে ভালবাসি, তাই ব্যবসা নিয়েই এই ব্লগটি করা।

Related Articles

Back to top button