Business idea

ব্যবসার আইডিয়া বাংলাদেশ থেকে শুরু করতে পারবেন

আপনি যদি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে একটি লাভজনক ব্যবসা শুরু করতে চান, তাহলে এই লেখাটি আপনার জন্য। এই লেখাটিতে লাভজনক ব্যবসার আইডিয়া বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে বাংলাদেশের জিডিপি ২০২০ সালে প্রবৃদ্ধির হার ৮%। এর একমাত্র কারণ হলো বর্তমানে বেকার যুবকেরা চাকরির আশায় অপেক্ষা না করে ব্যবসার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করার চেষ্টা করছে।

আশা করি এই লেখাটি আপনার জন্য অনেক উপকারী হবে। এই লেখাটিতে আমরা সেরা ৫টি ব্যবসার আইডিয়া বাংলাদেশ সম্পর্কে আলোচনা করব। এই ব্যবসা গুলো বর্তমানে বাংলাদেশে অনেক লাভজনক।

ব্যবসার আইডিয়া বাংলাদেশ ২০২৩

ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করার জন্য প্রথমে আমাদের একটি সুন্দর ব্যবসা আইডিয়া খুঁজে বের করতে হবে। কিন্তু এত এত ব্যবসার মধ্যে আমাদের জন্য কোন ব্যবসাটি ভালো হবে, আমরা কিভাবে একটি লাভজনক ব্যবসা খুজে বের করব, তা জানিনা।

আমি আশা করি এই লেখাটি সম্পূর্ণ দেখলে আপনার পছন্দের ব্যবসা আইডিয়াটি খুঁজে বের করতে পারবেন। চলুন আজকের লেখাটির মূল বিষয় নিয়ে আলোচনা শুরু করি।

১.ফ্যাশন হাউজ বা কাপড়ের ব্যবসা

বাংলাদেশের সবথেকে লাভজনক ব্যবসা নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই কাপড়ের ব্যবসা বা ফ্যাশন হাউজের ব্যবসা প্রথম দিকে থাকবে। ২০২০ সালের পর থেকে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিবর্তন এসেছে।

এর পাশাপাশি কাপড়ের ব্যবসাও পূর্বের তুলনায় বর্তমানে বেশ জমজমাট। আপনার কাছে পর্যাপ্ত মূলধন থাকলে এই মুহূর্তে বাংলাদেশে বসে খুব সহজেই একটি কাপড়ের ব্যবসা শুরু করতে পারেন। বিভিন্ন পাইকারি মার্কেট থেকে অল্প দামে আধুনিক ডিজাইনের কাপড় গুলো সংগ্রহ করতে পারবেন।

২.কসমেটিক্সের ব্যবসা

লিস্টের দ্বিতীয় নাম্বারে রেখেছি কসমেটিক্স এর ব্যবসা। কেননা কাপড়ের পাশাপাশি বর্তমানে বাংলাদেশে কসমেটিক্স এর ব্যবসা বেশ জনপ্রিয়। চকবাজার ও সদরঘাট থেকে কম দামে কসমেটিক্স এর প্রোডাক্ট গুলো ক্রয় করে আনতে পারবেন।

আপনারা চাইলে কসমেটিক্সের ব্যবসার জন্য একটি দোকান তৈরি করতে পারেন, অথবা ভ্যানে করে বিভিন্ন লোকালয় স্থানে বসে প্রোডাক্ট গুলো বিক্রি করতে পারেন। কসমেটিক্সের প্রোডাক্টগুলোতে ১০%-৪০% পর্যন্ত লাভ থাকে।

মেয়েদের সবথেকে পছন্দের প্রোডাক্ট গুলোর মধ্যে অন্যতম হলো কসমেটিক্স। তাই এই ব্যবসার চাহিদা কখনোই কমার নয়, বরং দিন দিন কসমেটিক্সের চাহিদা আরো বৃদ্ধি পাবে।

৩.ফ্রিল্যান্সিং ব্যবসা

ফ্রিল্যান্সিংকে ব্যবসা হিসেবে ধরার অন্যতম কারণ হলো, এই কাজ শুরু করার পূর্বে আপনাকে একটি কম্পিউটার ক্রয় করতে হবে, এবং কোন প্রতিষ্ঠান থেকে কোর্স কিনে কাজ শিখতে হবে, এটাও ইনভেস্টের আওতায়।

আমরা সকলেই জানি ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা। আপনার সুবিধা অনুযায়ী কাজ নিয়ে, বায়ারের দেয়া নির্দিষ্ট ডেট লাইনের মধ্যে কমপ্লিট করার সিস্টেমকে ফ্রিল্যান্সিং বলে। বর্তমানে বাংলাদেশে ফ্রিল্যান্সিং পেশা হিসেবে বেশ জনপ্রিয়।

আপনার কাছে অল্প কিছু টাকা থাকলে একটি মোবাইল ফোন অথবা একটি কম্পিউটার ক্রয় করে ফ্রিল্যান্সিং ব্যবসা শুরু করতে পারেন। ফ্রিল্যান্সিংয়ের যেকোনো একটি সেক্টরে দক্ষ হিসেবে নিজেকে প্রমাণ করতে পারলে, বিভিন্ন বড় বড় কোম্পানিতে চাকরির সুযোগ থাকে।

ফ্রিল্যান্সিং ব্যবসার মাধ্যমে, ওই সেক্টরের উপর ডিপেন্ড করে একটি অনলাইন এজেন্সি তৈরি করতে পারেন। এটা আপনার ব্যবসাকে আরো লাভজনক করতে সহযোগিতা করবে। প্রাথমিক পর্যায়ে ফ্রিল্যান্সিং ব্যবসা শুরু করতে ৫০,০০০ টাকা যথেষ্ট।

৪.রিয়েল এস্টেট ব্যবসা

এই ব্যবসাটি আপনাদের কাছে আনকমন মনে হতে পারে। বাড়ি, ফ্লাট, অফিস, জায়গা জমি কেনা বেচা করাকেই রিয়েল এস্টেট ব্যবসা বলে। রিয়েল এস্টেট ব্যবসা মানুষের চাহিদা পূরণে সাহায্য করে। বাংলাদেশে বর্তমানে প্রতিনিয়ত এই ব্যবসার চাহিদা বেড়ে চলেছে।আপনার কাছে পর্যাপ্ত মূলধন থাকলে একটি রিয়েল এস্টেট ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে পারেন।

রিয়েল এস্টেট ব্যবসা কি এবং কিভাবে শুরু করবেন এই সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। রিয়েল এস্টেট ব্যবসা সম্পর্কে জানতে উক্ত লেখাটি খুবই হেল্পফুল।

৫.বিউটি পার্লারের ব্যবসা

এই লিস্টের সর্বশেষ নাম্বারে রয়েছে বিউটি পার্লারের ব্যবসা। বিশেষ করে মেয়েদের কাছে এই ব্যবসাটি শুরু করা খুবই সহজ হবে। মেয়েদের সব থেকে পছন্দের কাজগুলোর অন্যতম হলো মেকআপ করা। বিভিন্ন অনুষ্ঠানের সাজগোজ থেকে শুরু করে নিজেদের রূপচর্চা করার জন্য অনেকে বিউটি পার্লারে যায়।

২০২৩ ও ২০২৪ সালে সবথেকে লাভজনক ব্যবসা আইডিয়া গুলোর মধ্যে বিউটি পার্লারের ব্যবসা অন্যতম। আপনি চাইলে ঘরে বসেও এই ব্যবসাটি পরিচালনা করতে পারবেন। এই ব্যবসাটি শুরু করার পূর্বে অবশ্যই আপনাকে মেকআপ সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জন করতে হবে।

প্রাথমিক পর্যায়ে এই ব্যবসায় ইনভেস্ট খুবই কম। ভালোভাবে মেকআপ সম্পর্কে জানলে এবং কাস্টমারদের সঠিক ও সুন্দর সার্ভিস প্রদান করলে, অতি দ্রুত এই ব্যবসায় সুনাম অর্জন করতে পারবেন।

লাভজনক কিছু ব্যবসা আইডিয়া

  • হাঁস মুরগি পালন ও গরু ছাগলের খামার তৈরি।
  • জুতার দোকান তৈরি।
  • কৃষি পণ্যের পাইকারি ব্যবসা।
  • ইলেকট্রনিক্স মালামালের ব্যবসা।
  • মোবাইল কম্পিউটার বিক্রি ও রিপেয়ারিং।
  • মাছ চাষ ও মাছ বিক্রি।
  • রেস্টুরেন্ট ব্যবসা।
  • ঠিকাদারি ব্যবসা।
  • সিজনাল প্রডাক্ট এর ব্যবসা।
  • স্টেশনারি পণ্যের ব্যবসা।
  • মুদি দোকান ব্যবসা।
  • ক্যাটারিং সার্ভিস ব্যবসা।

এছাড়াও বর্তমানে আরো অনেক লাভজনক ব্যবসা রয়েছে। তবে আশা করি উপরে উল্লেখিত ব্যবসা আইডিয়া গুলোর মধ্য থেকে আপনার জন্য সেরা একটি ব্যবসা আইডিয়া খুঁজে পাবেন। আপনার পছন্দের ব্যবসা আইডিয়া কোনটি? কমেন্টের মাধ্যমে আমাদের জানান।

FAQs

বাংলাদেশে কোন ব্যবসায় বেশি লাভ?

বর্তমানে বাংলাদেশের সবথেকে লাভজনক ব্যবসা হল রিয়েল এস্টেট ব্যবসা। আপনারা কম দামে বিভিন্ন জায়গা জমি, বাড়ি ও অফিস ক্রয় করে কিছুদিন রেখে বেশি দামে বিক্রি করতে পারবেন। বিশেষ করে গ্রাম থেকে খুবই অল্পদামে এগুলো ক্রয় করতে পারেন।

কোন ব্যবসায় সবথেকে লাভ বেশি?

অন্যতম একটি লাভজনক ব্যবসা হল রেস্টুরেন্ট ব্যবসা। পূর্বের তুলনায় বর্তমানে রেস্টুরেন্ট ব্যবসায় অনেক লাভ বেশি। আপনার কাছে পর্যাপ্ত মূলধন থাকলে একটি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করতে পারেন।

Business Of BD

হাই,ব্যবসা নিয়েই আমার পড়াশোনা এবং ব্যবসা নিয়েই আমার ক্যারিয়ার। ব্যবসা নিয়ে লিখতে ভালবাসি, তাই ব্যবসা নিয়েই এই ব্লগটি করা।

Related Articles

Back to top button